ঘটনাবহুল মারাকানার পর আজ ছোটদের ‘সুপার ক্লাসিকো’
ফুটবল বিশ্বে আপাতত সবচেয়ে আলোচিত ঘটনা, মারাকানার সেই দ্বৈরথ। ব্রাজিল-আর্জেন্টিনার সেই সুপার ক্লাসিকো ফুটবলপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে, তবে কিছুটা ভিন্ন ভাবে। দুদিন আগে হয়ে যাওয়া সেই ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার উত্তাপের রেশ এখনো রয়ে গেছে বিভিন্ন মহলে।
সেই রেশ কাটতে না কাটতেই আবারও সুপার ক্লাসিকো। তবে টা বয়সভিত্তিক দলের। অনুরধ-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
ইন্দোনেশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ১৯তম আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে চারটি শিরোপা জিতেছে সেলেসাওরা। তবে তাদের এবারের আসর শুরু হয়েছিল হার দিয়ে। তবে সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে পৌঁছায় তারা। সেখানে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে ওঠে কোয়ার্টার ফাইনালে।
অন্যদিকে আর্জেন্টিনার শুরুটাও ছিল একই। প্রথম ম্যাচে হার, এরপর টানা দুই ম্যাচ জিতে শেষ ষোলোতে। সেখানে ভেনেজুয়েলাকে ৫-০-তে বিধ্বস্ত করে শেষ আটে উঠে যায় দলটি।
এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি আর্জেন্টিনা। তাই সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। অন্যদিকে, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল।