বাংলাদেশকে কি হালকাভাবে নিলো প্রোটিয়ারা
আসছে ডিসেম্বরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ নারী দল। সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা হয়েছে আগেই। এবার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। তবে সেই ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি দলটির বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে।
ক্রিকেটে অবশ্য সময়টা বেশ ভালোই কাটছে বাংলাদেশ নারী দলের। কদিন আগেই ঘরের মাঠে ভারতের পর পাকিস্তানের মেয়েদের হারিয়েছে জ্যোতির দল। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাবে দলটি। তবে দক্ষিণ আফ্রিকার দল দেখে মনে হচ্ছে বাংলাদেশকে কিছুটা সহজভাবেই নিয়েছে তারা।
অধিনায়ক সুনে লুউসের পরিবর্তে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে লরা ওলভার্ডকে। এখন থেকে প্রোটিয়াদের নিয়মিত নেতৃত্ব দেবেন তিনি। এছাড়াও দলে প্রথমবারের মতো জায়গা করে দেওয়া হয়েছে আয়ন্দা হ্লুবি ও এলজি-মারি মার্কসকে।
তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না দলটির তারকা ক্রিকেটারদের অনেকেই। এরমধ্যে অভিজ্ঞ মারিজান ক্যাপকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ওয়ানডেতে ফেরানো হবে তাকে। তিনি ছাড়াও চোটের কারণে এই সিরিজ মিস করবেন ফাস্ট বোলার আয়াবোঙ্গা খাকা, অলরাউন্ডার ক্লো ট্রায়ান ও নাদিন ডি ক্লার্ক।
বাংলাদেশ দলের এবারের দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচ আগামী ৩ ডিসেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ৮ ডিসেম্বর। এরপর ১৬ থেকে আগামী ২৩ ডিসেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: লরা ওলভার্ড (অধিনায়ক), অ্যানেকে বোশ, তাজমিন ব্রিটস, অ্যানেরি ডারকসেন, মাইকে ডি রিডার, লারা গুডাল, আয়ন্দা হুলুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুউস, এলিজ-মারি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুম, নোনকুম শাঙ্গাসে, ডেলমি টাকার।