আন্দ্রেকে হাসপাতালে পাঠানোর হুমকি বক্সার বেনাভিডেজের
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সুপার মিডল-ওয়েট লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আমেরিকার দুই বক্সার ডেভিড বেনাভিডেজ ও ডেমেট্রিয়াস আন্দ্রেক। শনিবার এই লড়াইয়ে নামার আগে একে অন্যকে হুমকি দিয়েছেন দু’জনে। মিডল-ওয়েটে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন বেনাভিডেজ তো রীতিমতো আন্দ্রেকে হাসপাতালে পাঠানোর হুমকি দিয়ে বসেছেন।
তাদের দু’জনের এই লড়াইয়ে বিজয়ী লড়বেন এই বিভাগের চ্যাম্পিয়ন ক্যানেলো আলভারেজের বিপক্ষে। তবে সেই লড়াইয়ের আগে এরইমধ্যে জমে উঠেছে কথার লড়াই। ম্যাচের আগে দু’জনেই দুজনকে হুমকি দিচ্ছেন। যা এই খেলাটির দর্শকদের মধ্যের ব্যাপক আগ্রহ জাগিয়ে তুলছে।
আন্দ্রেকে হুমকি দিয়ে বেনভিডেজ বলেন, ‘তিনি প্রমাণ করেছেন তিনি একজন দুর্দান্ত যোদ্ধা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। কাজেই আমার জন্য এটাই লড়াইয়ের সেরা সময়। আমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমিই সেরা। সে খুব সহজ প্রতিপক্ষ হবে না। তার দুর্দান্ত রক্ষণাত্মক দক্ষতা রয়েছে। তবে এসব ভেবে কাজ নেই। আমাকে উপায় খুঁজে বের করতে হবে। তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি আপাতত সে সব নিয়েই ভাবছি।’
বেনাভিডেজের হুমকির প্রতিক্রিয়ায় আন্দ্রেক বলেন, ‘আমি সুযোগ পেলেই আঘাত হানব। যত তাড়াতাড়ি সম্ভব লড়াইটি শেষ করতে চাই। লোকেদের দেখাতে যে আমিই সেরা। আমি যে কাউকে ছিটকে দিতে পারি এটা আরও একবার দেখতে চায়। মোট কথা আমি এই শনিবার জিততে যাচ্ছি।’