এশিয়ার তিন শহরে বসবে সাঁতার বিশ্বকাপ-২০২৪
সাঁতার বিশ্বকাপ-২০২৪ এর জন্য তিনটি শহর নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন (ফিনা)। টানা তিন সপ্তাহ ধরে এশিয়ার ভিন্ন তিনটি দেশের শহরে হবে এই আয়োজন। যা শুরু হবে আগামী বছরের ১৮ অক্টোবর চীনের সাংহাইয়ে। এরপর দক্ষিণ কোরিয়ার ইনচিওনে যাবে প্রতিযোগীরা। আর শেষটা হবে সিঙ্গাপুরে।
ফিনার এই বিশ্বকাপ বুদাপেস্টে অনুষ্ঠিত ২০২৪ সাতার বিশ্ব চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে। আর সে কারণেই প্রতিযোগিতায় একটি সংক্ষিপ্ত কোর্স হিসেবে ২৫ মিটার পুল রাখা হয়েছে। যেখানে তিন দিনের তীব্র প্রতিযোগিতা দেখবে বিশ্ব।
বিশ্বের সাঁতারুদের কাছে এটি একটি চমৎকার সুযোগ। কেননা, ফিনার এই বিশ্বকাপটি চ্যাম্পিয়নশিপে একটি আদর্শ আন্তর্জাতিক লিড-ইন রেসিং ট্যুর হিসেবে কাজ করবে। এছাড়াও প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস এবং বুদাপেস্ট বিশ্ব জলজ সাঁতার চ্যাম্পিয়নশিপ এর মধ্যে নির্ধারিত বৈশ্বিক সাঁতার ক্যালেন্ডার তৈরিতে ভূমিকা রাখবে।
চীনের সাঁতার ফেডারেশনের প্রেসিডেন্ট ঝো জিহং এই প্রতিযোগিতা নিয়ে বলেন, ‘সাংহাইতে সাঁতারের বিশ্বকাপ ফিরে আসা আমাদের ক্রীড়াবিদদের উত্সাহী করবে। যা আগামী প্রজন্মের সাঁতারুদের অনুপ্রাণিত করতেও সাহায্য করবে।’
প্রতিযোগিতার জন্য নির্বাচিত শহরগুলি হল:
সাংহাই (চীন) ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত
ইনচিওন (কোরিয়া) ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত
সিঙ্গাপুর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত