বান্ধবীকে খুন করা ‘ব্লেড রানার’ মুক্তি পাচ্ছেন ১০ বছর পর

বান্ধবীকে খুন করা ‘ব্লেড রানার’ মুক্তি পাচ্ছেন ১০ বছর পর

জীবন যেন এমনই। স্রেফ একটা ভুল তো মুহূর্তেই হিরো থেকে জিরো। দক্ষিণ আফ্রিকার তারকা অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস বোধয় সেটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারবেন এবার। নয়তো কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা নিয়ে যেই গতিতে ছুঁটেছিলেন তিনি; তাকে ছোঁয়ার সাধ্য ছিল কার। ক্যারিয়ারে সাতটি গোল্ড মেডেল একটি ব্রোঞ্জ ও চারটি সিলভার জিতে হয়ে উঠেছিলেন নায়ক। খ্যাতাব হিসেবে নামের সঙ্গে জুটেছিল ‘ব্লেড রানার’।

অথচ একটি ভুল মুহূর্তেই তাকে আকাশ থেকে মাটিতে নামিয়েছে। হয়েছেন ঘৃণিত, নিন্দিত। প্রেমিকাকে হত্যার দায়ে খাটতে হয়েছে হাজতবাস। শেষ হয়েছে ক্যারিয়ার।

২০১৩ সালে ভালোবাসা দিবসের দিন ভোরে প্রেমিকা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। যদিও তার দাবি ছিল, গুলি করার সময় বান্ধবীকে চিনতে পারেননি তিনি। ভেবেছিলেন চোর চুরি করতে এসেছে। যদিও তার এসব যুক্তি ধুপে টেকেনি। ২০১৫ সালে পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করে ১৩ বছর ৫ মাসের জেল দেয়। সেই রায়ে গত ২০১৬ সাল থেকে কারাগারে থাকতে হচ্ছে তাকে।

তবে সেই শাস্তি শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়া হচ্ছে তাকে। আগামী ৫ জানুয়ারি থেকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে তাকে। অর্থাৎ হাজতবাস করতে হবে না তাকে। তবে ঠিকই তার ওপর নজর রাখা হবে।

শারীরিক সমস্যার কারণে ১১ মাস বয়সেই হাঁটু থেকে দুটি পা কেটে বাদ দিতে হয় পিস্টোরিয়াসের। তবে ধমে যাননি তিনি। নিজের মানষিক বলে বিশেষ ভাবে সক্ষমদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিজেকে নিয়ে যান আনন্য উচ্চতায়। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স, দু’টিতেই অংশ নেওয়া দশম ক্রীড়াবিদ তিনি।

সম্পর্কিত খবর