আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলই শাস্তির মুখে

আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলই শাস্তির মুখে

মারাকানার গ্যালারির উত্তাপ ছড়িয়েছিল মাঠে খেলোয়াড়দের মধ্যেও। সমর্থকদের সামলাতে তাদের উপর লাঠিচার্জও করেছিল নিরাপত্তাকর্মীরা। পুরো ঘটনাটি নিয়ে ফিফার শৃঙ্খলা কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। যার ফলস্বরূপ শাস্তি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই।

ঘটনাটি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ‘ফুটবল মাঠে বা মাঠের বাইরের এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক, প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো এবং তাদের কর্মকর্তারা একটি নিরাপদ পরিবেশের দাবিদার।’

২২ নভেম্বর (গত বুধবার) ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ৬৯ বছরের ইতিহাসে প্রথমবারের মত ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারের মুখ দেখায় আর্জেন্টিনা। ম্যাচ মাঠে গড়ানোর আগেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা, যাদের থামাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। সেটির প্রতিবাদে মাঠ থেকে দল নিয়ে বেরিয়ে যান লিওনেল মেসি। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবার দল নিয়ে মাঠে ফিরে আসেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ব্রাজিল ফুটবল ফেডারেশন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি প্রক্রিয়া শুরু করেছে।’

তবে কেমন শাস্তি হতে পারে সেটি সম্পর্কে কিছু বলেনি ফিফা। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তই বাস্তবায়ন করা হবে। খেলার মধ্যে নিরাপত্তা নিশ্চিত না করায় শাস্তি পেতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন। দর্শকদের উত্যক্ত করা ও দেরিতে খেলা শুরু করায় সাজা হতে পারে আর্জেন্টিনারও।

 

 

সম্পর্কিত খবর