ভারতের কোচিং ছেড়ে লক্ষ্ণৌয়ের মেন্টর দ্রাবিড়!

ভারতের কোচিং ছেড়ে লক্ষ্ণৌয়ের মেন্টর দ্রাবিড়!

বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে মেয়াদ শেষ হয়েছে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। তার অধীনে এশিয়া কাপ ছাড়া তেমন কোনো সাফল্য পায়নি ভারত। বিষয়টি তাকে পুড়াচ্ছে বেশ। আর সে কারণেই নতুন করে মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহী নন দ্রাবিড়; শোনা যাচ্ছে এমনটিই। এবার তাকে নিয়ে শোনা যাচ্ছে আরও এক খবর, আপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হচ্ছেন তিনি।

কদিন আগেই ফ্র্যাঞ্চাইজিটির মেন্টরশিপের দায়িত্ব ছেড়েছে গৌতম গম্ভীর। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতায় একই দায়িত্বে ফেরানো হয়েছে তাকে। ফলে খালি হয়েছে লক্ষ্ণৌয়ের মেন্টরের স্থান। আর সেই স্থানেই ভাবা হচ্ছে দ্রাবিড়কে। দেশটির বেশকিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, এরইমধ্যে লক্ষ্ণৌয়ের সঙ্গে মিটিং সেরেছেন দ্রাবিড়। এখন অপেক্ষা বিসিসিআইয়ের। তারা দ্রাবিড়কে যদি প্রধান কোচের দায়িত্ব থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেয় তবে আর কোনো বাধা থাকছে না তার মেন্টর হওয়ার।

মূলত, ভারতীয় দলের ব্যস্ত সূচীর কারণে পরিবারকে একদমই সময় দিতে পারছেন না দ্রাবিড়। তাছাড়া ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে বাড়তি চাপ নিতে হচ্ছে তাকে। আর এসবে কিছুটা ক্লান্ত তিনি। আর সে কারণেই নিজের ওপর থেকে কিছুটা চাপ কমাতে চাইছেন দ্রাবিড়। অন্যদিকে আইপিএলে মূলত দুই মাস কাজ করতে হয়। যা তুলনামূলকভাবে তার জন্য সহজ। আর সে কারণেই মেন্টরশিপের দায়িত্ব নিতে আগ্রহী তিনি।

এদিকে আসছে মৌসুমে দারুণ কিছু করে দেখাতে সবকিছুই ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে লক্ষ্ণৌ। এরইমধ্যে প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের পরিবর্তে জাস্টিন ল্যাঙ্গারকে দায়িত্ব দেওয়া হয়েছে দলটির প্রধান কোচের। পরিবর্তন করা হচ্ছে মেন্টরশিপেও। ধরনা করা হচ্ছে আসছে মৌসুমে ল্যাঙ্গারের সঙ্গে জুটি গড়ে দলকে সাফল্য এনে দিতে কাজ করবেন দ্রাবিড়।

সম্পর্কিত খবর