মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়লো মায়ামি
ম্যাচে চলছে তখন প্রথমার্ধের অতিরিক্ত সময়ের খেলা। যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় ইন্টার মায়ামির জালে বল জড়ান ফেদেরিকো বের্নারদেস্কি। ম্যাচের প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। ধারণা করা হচ্ছিল পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করবে মায়ামি। তবে তা হতে দেননি লিওনেল মেসি। বিরতিতে যাওয়ার আগেই তার দুর্দান্ত গোলে সমতায় ফেরে তার দল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ঐ দুই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।
পুরো মৌসুম জুড়েই ইনজুরি শঙ্কায় ভুগছেন মেসি। মায়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচে ছিলেন মাঠের বাইরে। সামনেই কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ‘বাঁচা-মরা’র লড়াই। তাই মেজার লিগ সকারের (এমএলএস) আজকের ম্যাচে মেসি খেলবেন কিনা তা আগে থেকে জানাননি ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তবে সংশয় কাটিয়ে মাঠে নামেন মেসি। তার গোলেই পিছিয়ে থেকেও সমতায় ফিরে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
আজ পোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মায়ামির তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বল জালে জড়ান জুভেন্টাসে খেলা সাবেক ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো বের্নারদেস্কি। তবে টরেন্টোকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি মেসি। তার তিন মিনিট বাদেই যোগ করা সময়ের পঞ্চম ও শেষ মিনিটে বক্সের মাথায় বল পাওয়ার পর ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি।
এবারের এমএলএসে ৪ ম্যাচে এটি মেসির তৃতীয় গোল। আর মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এটি তার ৪৪ নম্বর গোল। আর সবমিলিয়ে ফুটবল ক্যারিয়ারে তার গোল সংখ্যা দাঁড়ালো ৮৫৬ টি তে।
এবারের এমএলএসে এটি মেসির চার ম্যাচে তৃতীয় গোল। আর ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪তম। আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৮৫৬টি।
মৌসুমে এটি মায়ামির দ্বিতীয় ড্র। ৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। মেসিদের পরের ম্যাচ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় লেগ। যেখানে প্রথম লেগ শেষে ১-০ তে পিছিয়ে আছে ইন্টার মায়ামি।