‘চলুন ফিলিস্তিনবাসীর প্রতি পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই’
সাময়িক যুদ্ধবিরতি ভেঙ্গে আবারো ফিলিস্তিনের বুকে বর্বর হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। যেখানে প্রাণ হারাচ্ছে শিশু থেকে শুরু করে নারী বৃদ্ধরা। বাদ পড়ছেন না গৃহপালিত প্রাণীও। মানব ইতিহাসের সমস্ত নৃশংসতা যেন হার মেনে নিয়েছে ইসরায়েলের কাছে। ফিলিস্তিনের গাজায় চলা এই বর্বর হামলার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল মার্চ ফর গাজা নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে বাংলাদেশে। আর সেখানে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সদ্য সাবেক খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।
মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমার আঘাতে উড়ছে মানুষের মৃতদেহের খণ্ড খণ্ড অংশ। বিগত দেড় বছর ধরে ক্রমাগত হামলার মুখে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুসলমানদের অন্যতম পবিত্র এই ভূখণ্ড। কেবল গাজা অঞ্চলে গত ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে ৪৯০ শিশু। আর সবশেষ ১৮ মাসে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। এমন বাস্তবতায় বাংলাদেশে গাজায় গণহত্যা বন্ধ ও অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এটা নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সবাইকে অংশ নিতে আহ্বান জানান মাহমুদউল্লাহ। সেখানে তিনি বলেন, ‘আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।’
ফিলিস্তিনের পক্ষে এর আগেও অনলাইন মাধ্যমে সরব হয়েছিলেন মাহমুদউল্লাহ। গতকাল গ্রাফিক্যাল ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ আল্লাহর একাধিক গুণবাচক নাম সামনে এনে প্রার্থনা করেছেন ফিলিস্তিনের জন্য।