প্রতিপক্ষের ভুলে বাঁচল বার্সার মান
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠার সুযোগ ছিল বার্সার সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি জাভি হার্নান্দেজের দল। বরং হারতে বসেছিল দলটি। রায়ো ভায়োকানোর বিপক্ষে তাদেরই আত্মঘাতী গোলে কোনো রকমে মান বেঁচেছে লিগ চ্যাম্পিয়নদের। ১-১ গোলের ড্র’য়ে শেষ হয়েছে ম্যাচটি।
প্রতিপক্ষের ডেরায় বল দখলে মুনশিয়ানা দেখিয়েছিল বার্সা। তবে বল দখলে আধিপত্য বিস্তার করতে না পারলেও ঠিকই আক্রমণে বার্সার সঙ্গে তাল মিলিয়েছে দলটি। আর তাতেই হয়েছে কাজ। উনাই লোপেজের গোলে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে অবশ্য মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বার্সা। তবে সুযোগ মিলছিল না। প্রতিবারই তাদের আক্রমণ প্রতিহত করে দিচ্ছিল ভায়োকানোর রক্ষণ। ম্যাচের জয় থেকে যখন কয়েক মিনিট দূরে দলটি। তখনই ঘটল বিপত্তি। বার্সার আক্রমণ সামাল দিতে গিয়ে ভুল করে বস ফ্লোরিয়ান লেজিউন। তাতেই শেষ হয় বার্সার বিপক্ষে জয়ের স্বপ্ন।
প্রতিপক্ষের ভুলে ৮২ মিনিটে পাওয়া বার্সার ওই গোলে সমতায় ফেরার পর অবশ্য দলকে এগিয়ে নিতে মরিয়া হয়ে চেষ্টা চালায় জাভির শিষ্যরা। তবে দ্বিতীয়বার সেই ভুল করেনি ভায়োকানোর রক্ষণ। স্বস্তির ড্র’য়ে মাঠ ছেড়েছে দলটি।
এ ড্র’য়ে ১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান তালিকার তিন নম্বরে। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে জিরুনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৩২।