কাবাডি টেস্ট সিরিজে নাম লেখাল বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:১২ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

প্রথমবারের মতো কাবাডি টেস্ট সিরিজে নাম লেখাল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। নেপাল নারী দলের জন্যও এটা প্রথম কাবাডি টেস্ট সিরিজ। নেপাল ও বাংলাদেশের ৫ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ খেলবে।

আজ নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে সিরিজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেপাল জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য সচিব ট্যাঙ্কা লাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আব্দুল্লাহ, অল নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের মহাসচিব অরবিন্দ কুমার।

বাংলাদেশের চেয়ে শক্তিতে এগিয়ে নেপাল নারী দল। এসএ গেমস ও এশিয়ান গেমসে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। এছাড়া শারীরিক গড়নেও এগিয়ে নেপাল দল। ম্যাচে এই সুবিধা বেশ ভালোভাবে কাজ লাগিয়েছে তারা। শুরু থেকেই পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে স্বাগতিক দল। বোনাস পয়েন্টে এগিয়ে যায় তারা। পাশাপাশি প্রথমার্ধে একটি লোনা পায় নেপাল। ১৮-৬ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে নেপাল।

দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একই ছন্দে খেলে ম্যাচ নিজেদের আয়ত্তে রাখে নেপাল। এই অর্ধে আরও দুটি লোনা পায় নেপাল। শেষ পর্যন্ত ৪১-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেপাল। আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

খেলার দুনিয়া | ফলো করুন :