পান্ডিয়ার চেয়ারে শুভমান গিল

পান্ডিয়ার চেয়ারে শুভমান গিল

গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। নিজের পুরনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গেছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাই স্বাভাবিকভাবেই নতুন অধিনায়কের চেয়ারে নতুন কাউকে ভাবতে হয়েছে গুজরাটকে। অবশ্য তাতে খুব বেশি সময় অপচয় করতে হয়নি দলটির। শুভমান গিলকে অধিনায়ক করেছে দলটি। অর্থাৎ আসন্ন ২০২৪ আইপিএলে গুজরাটকে নেতৃত্ব দেবেন গিল।

গুজরাটের নেতৃত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত গিল, ‘গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। এমন একটি দুর্দান্ত দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার উপর আস্থা রাখার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আমাদের দুটি ব্যতিক্রমী মৌসুম গেছে। আমি এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

গুজরাটের হয়ে অবশ্য সময়টা দারুণ কাটছে গিলের। ২০২২ আইপিএলে গুজরাটকে চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা ছিল গিলের। সেবার ১৬ ম্যাচে ৪৮৩ রান করেছিলেন গিল। ফাইনালে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়েছেন। ২০২৩ আইপিএলে দলকে শিরোপা জেতাতে না পারলেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১৭ ম্যাচে করেন ৮৯০ রান। যেখানে সেঞ্চুরি ছিল ৩টি।

এমন একজনকে নেতৃত্ব দিতে পেরে তাই খুশি টাইটান্সের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কিও। বলেন, ‘শুভমান গিল গত দুই বছরে খেলাটির সর্বোচ্চ স্তরে অবস্থান দেখিয়েছেন। আমরা তাকে শুধু ব্যাটার হিসেবেই নয়, একজন নেতা হিসেবেও পরিপক্ব দেখেছি। মাঠে তার অবদান গুজরাট টাইটানসকে একটি শক্তিশালী দল হিসাবে খেলতে সাহায্য করবে।’

সম্পর্কিত খবর