ক্রিকেট বোর্ড ছাড়ার ইঙ্গিত দিলেন পাপন
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন নাজমুল হাসান পাপন। এ সময়ে সাফল্য যেমন দেখেছেন তেমনি যেতে হয়েছে ব্যর্থতার মধ্যে দিয়েও। সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর তো যেতে হচ্ছে কঠিন সমালোচনার মধ্যে দিয়ে। অনেকেই বোর্ডের দায়িত্ব আর পাপনকে দেখছেন না। সেই বিতর্কের মধ্যেই এবার বোর্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাপন।
আজ তামিম ইকবাল ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে বোর্ড প্রধান হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন পাপন। জানিয়েছেন আগামী বছরেই দায়িত্ব ছাড়ছেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চান তিনি।
পাপন বলেন, ‘আমার এই টার্মে আর সময় বেশি নেই। আমার হাতে এক বছর সময় আছে। আমার প্ল্যান হচ্ছে, এরমধ্যেই টিমটাকে ঠিক করে রেখে যাওয়া। যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানিনা। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেই সিদ্ধান্তও নিব।’
দলের ব্যাপারে যে এবার বেশ কঠিন হতে যাচ্ছেন বোর্ড প্রধান সেই আভাসও দিয়েছেন এদিন। বলেন, ‘একেকজন একেক রকম কথা বলবে। সেটা শুনে ডিসিশন নিব; এসবের মধ্যে আমি নেই। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত আমি নিতে চাই।’
২০১২ সালে বোর্ড প্রধান হিসেবে আপতকালীন দায়িত্বে আসেন পাপন। এরপর ২০১৩ সালে নির্বাচনে অংশ নিয়ে বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে ফের সভাপতি হিসেবে নির্বাচিত হন পাপন। এরপর ২০২১ থেকে ফের বোর্ড সভাপতির দায়িত্ব পান তিনি।