ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে অজিরা

ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে অজিরা

 

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাদা বলের লঙ্গার ভার্সনের সবচেয়ে সফল দল। দিন দশেক আগেই ভারতের মাটিতে তাদের হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে অজিরা। তবে ফরম্যাট বদলে যেন বদলে গেল চ্যাম্পিয়নদের চিত্র। বিশ্বকাপ শেষেই ভারতের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের হেরে যায় স্মিথ-ম্যাক্সওয়েলরা। আজ (মঙ্গলবার) তাই তাদের সিরিজ বাঁচানোর ম্যাচ। 

বিশ্বকাপ শেষের কেবল তিন দিন বাদেই সিরিজ হওয়ায় দুই দলের মূল সারির বেশিরভাগ ক্রিকেটার আছেন বিশ্রামে। তবুও মাঠের আগ্রাসনে নেই ঘাটতি। প্রথম ম্যাচে অজিদের দেওয়া রেকর্ড লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। পরের ম্যাচে আগের ব্যাটিং করে স্বল্প ফরম্যাটে ঘরের মাঠে চতুর্থ সর্বোচ্চ ২৩৫ রান তোলে ভারত। সেখানে সহজ জয়ে সিরিজ জয়ের অনেকটাই কাছে চলে যায় তারা। 

অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ জয়ের পর নিজেদের প্রথম সিরিজেই বিধ্বস্ত অবস্থায় আছে অস্ট্রেলিয়া। সিরিজ হার এড়াতে এই ম্যাচে জয়ের নেই বিকল্প। ফাইনালের অজিদের জয়ের নায়ক ট্রাভিস হেড সিরিজের দলে থাকলেও ফিটনেস ইস্যুতে ছিলেন না দুই ম্যাচেই। এ ম্যাচেও তার থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সিরিজ বাঁচাতে তাই ব্যাটিং ভাগের গুরু দায়িত্ব পড়ছে স্মিথ-ম্যাক্সওয়েলদের ওপরই। 

সিরিজের তৃতীয় ম্যাচটি হবে গুয়াহাটিতে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 



সম্পর্কিত খবর