জোড়া গোলে পিছিয়ে থেকেও ম্যান সিটির নাটকীয় জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত রাউন্ডের ম্যাচেই গ্রুপ 'জি'- থেকে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও আরবি লাইপজিগ। এই ম্যাচটি ছিল কেবল গ্রুপ সেরা হওয়ার লড়াই। সেখানে শুরুতেই দুই গোল করে আশা জাগিয়েছিল লাইপজিগ। তবে নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে দ্বিতীয়ার্ধে তিন গোল করে ৩-২ ব্যবধানের জয় সিটি। আগের লেগে তারা জিতেছিল ৩-১ ব্যবধানে।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৩৩ মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড লোইস ওপেন্দার জোড়া গোলে শক্ত অবস্থানে থাকে সফরকারীরা। সিটির মাঠে শুরুতেই তাদের নাস্তানাবুদ করে জানান দেয় নাটকীয় কিছুর। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টে যেতে থাকে সেই সম্ভাবনা। নিজেদের মাঠ যেন সিটিজেনরা পুরোদস্তুর চেনা।
৫৪ মিনিটে আর্লিং হলান্ড ব্যবধান কমানোর পর ৭০ মিনিটে সমতা আনেন ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন। এরপর আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে পেপ গুয়ার্দিওলার দল।
এ জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষেই থাকলো সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।