এমএলএসের সেরা একাদশে নেই মেসি
পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের মজের সকার লিগের দল ইন্টার মিয়ামিতে গিয়ে স্বপ্নের মতো সময় কাটিয়েছেন লিওনেল মেসি। দলকে জিতেছেন ইতিহাসের প্রথম শিরোপা লিগ কাপ। ইউ এস ওপেন কাপেও দলকে ফাইনালে তুলেছিলেন। যদিও শিরোপা জেতা হয়নি। এরমধ্যে অবশ্য রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জেতা হয়েছে মেসির। এরপরও মেসি প্রেমীদের জন্য আক্ষেপ। প্রিয় এই তারকার জায়গা হয়নি এমএলএসের ২০২৩ মৌসুমের সেরা একাদশে।
বিশ্বকাপ জয়ী মেসিকে একটি লাভজনক চুক্তিতে চলতি বছরের শুরুতে দলে ভেড়ায় মিয়ামি। উদ্দেশ্য এমএলএসে দলকে সাফল্য এনে দেওয়া। সেখানে অবশ্য খুব বেশি কিছু করার সুযোগ হয়নি মেসির। খেলেছেন মোটে ৬ ম্যাচে। পারফর্মটাও হয়নি আশানুরূপ। মোটে করেছেন ১ গোল। যার প্রভাব পড়েছে এমএলএসের সেরা একাদশ নির্বাচনেও। সদ্য বিশ্বকাপ ও রেকর্ড ৮ম ব্যালন ডি’অর জয়ীর জায়গা হয়নি সেই তালিকায়।
এমএলএসের সেরা একাদশে জায়গা পেয়েছেন যারা
গোলরক্ষক: রোমান বুরকি
ডিফেন্ডার: ম্যাট মিয়াজগা, টিম পার্কার, ওয়াকার জিমারম্যান।
মিডফিল্ডার: লুসিয়ানো অ্যাকোস্টা, থিয়াগো আলমদা, হেক্টর হেরেরা, হ্যানি মুখতার।
ফরোয়ার্ড: ডেনিস বোয়াঙ্গা, জিওরগোস গিয়াকোমাকিস, কুচো হার্নান্দেজ।
মিয়ামি নাম লেখানোর পর সবমিলিয়ে মোট ১৪টি ম্যাচ খেলেছেন মেসি। যেখানে তার গোল সংখ্যা ১১টি। এর বাইরে ৫টি গোল মেসি করিয়েছেন সতীর্থদের দিয়ে।