অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল আছেন নাকি নেই
আসছে বছরের শুরুতেই মেলবোর্নে বসতে যাচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। সেই আসরে স্প্যানিশ কিংবদন্তি রাফয়েল নাদাল থাকছেন কিনা; এমন প্রশ্ন খেলাটির সমর্থকদের মনে। কেননা, গত বছরই এই তারকা জানিয়েছিলেন গ্র্যান্ড স্ল্যামের জন্য আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।
মূলত, নিতম্বের চোটের কারণেই এমনটা বলেছিলেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। তবে আশার কথা হলো সেই চোট সারিয়ে এরইমধ্যে কোর্টে নেমেছেন নাদাল। করছেন নিয়মিত অনুশীলন। যা বার্তা দিচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের খেলার।
২০২২ অস্ট্রেলিয়ান ওপেনেও শিরোপাটা নিজের করেছিলেন নাদাল। তবে পরের মৌসুমে সেটি হারাতে হয়েছে নোভাক জোকোভিচের কাছে। এরপর তো দিয়েছেন বিদায়ের ইঙ্গিতও। তবে আশার কথা লম্বা সময় বিশ্রাম নেওয়ায় নাদাল এখন অনেকটাই চোট মুক্ত। তাই তিনি ফিরতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। যদিও এমনটা মনে করেননা টেনিসের খ্যাতনামা কোচ রিক ম্যাকি।
নাদালের ফেরা নিয়ে ম্যাকি বলেন, ‘যতদূর জানি রাফা ফিরে আসছেন। তবে সমস্যা হলো আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনি গতিশীলতা হারাবেন। লোকেরা ভয় পায় না যখন তারা জানে আপনি দুর্বল। সে আগের মতো একই স্তরে নেই তাই আমি মনে করি না সে স্ল্যাম জেতার প্রতিযোগী। তবে সে প্রতিযোগী হতে পারে। তবে এটি তার স্বাস্থ্যের উপর নির্ভর করছে।’
অবশ্য অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেইগ টাইলি নিশ্চিত করেছেন নাদালের মেলবোর্ন ওপেনের ড্রতে থাকা। তিনি বলেন, ‘রাফা প্রশিক্ষণ নিচ্ছে, আমি তাকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করি। কারণ সে আমাদের জন্য একটি বিশাল ড্র-কার্ড। সে খেলতে চায়, সে অবশ্যই খেলার পরিকল্পনা করছে। আমি নিশ্চিত রাফা এখানে থাকবে কারণ সে কয়েক বছর আগে যা করেছিল তার পুনরাবৃত্তি করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না।’