সালাউদ্দিনের জায়গায় বসুন্ধরার ইমরুল
বাফুফে পেশাদার লিগ কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে সরে দাঁড়িয়েছেন কাজী সালাউদ্দিন। তার জায়গায় নতুন করে দায়িত্বে এসেছেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। বৃহস্পতিবার বসুন্ধরা কিংসের প্রধান ইমরুলকে এ দায়িত্ব বুঝিয়ে দেন সালাউদ্দিন।
মূলত, পেশাদার লিগ কমিটির দায়িত্বে আয়োজন করা হয় প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ। অন্যদিকে সবশেষ চারবার প্রিমিয়ার লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে ইমরুলের বসুন্ধরা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিষ্ঠার সঙ্গে তার এই দায়িত্ব পালন নিয়ে। বাফুফে প্রধান অবশ্য আশ্বস্ত করেছেন সবাইকে।
সালাউদ্দিন বলেন, ‘এর আগে ১২ বছর সভাপতি ছিল সালাম মুর্শেদী। সেও একা ক্লাবের দায়িত্বে ছিল। কাজেই আমার মনে হয় কোনো সমস্যা হবে না। তাছাড়া এই মুহূর্তে ইমরুলের চেয়ে যোগ্য কেউ নেই এই পদের জন্য। তাই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে টানা এক যুগ লিগ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাম মুর্শেদী। কিন্তু গত বছর তাকে সরিয়ে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাফুফে প্রধান। তবে সেটা খুব বেশি দিন টানতে পারেননি তিনি। এই সময়ের অভিজ্ঞতা বলতে গিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন অনেক কিছুই ঠিকঠাক চলছিল না। টুর্নামেন্টের সূচি বদল হয়ে যেত। এখন গুছিয়ে দিয়েছি সব। তাছাড়া সভাপতি হিসেবে আমাকে অনেক কাজ করতে হয়। সেসবও গুরুত্বপূর্ণ। আর সে কারণেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত। তাছাড়া আমি মনে করি, ইমরুল হাসান অনেক দক্ষ, তাই তাঁকে দায়িত্ব দিয়েছি।’