অভিজ্ঞদের ঘাটতি ঘোচাতেই দলে সৌম্য
দলে সৌম্য সরকার, এবং সেখানে কোনো প্রশ্ন উঠবেনা, বর্তমান সময়ে এটা যেন অসম্ভব কিছু। বিশ্বকাপের আগে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজে জাতীয় দলে ফিরেছিলেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। সুযোগ ছিল নিজেকে প্রমাণ করে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। তবে সেখানে আরও একবার ব্যর্থ তিনি। সহজ ফলাফলে, জায়গা মেলেনি বিশ্বকাপ দলে।
বিশ্বকাপ শেষে এবার কিউই সফর। সেখানে আবারও দলে ফিরলেন সৌম্য। গতকালের ঘোষণা করা ওয়ানডে ও ট-টোয়েন্টি, উভয় দলেই জায়গা পেয়েছেন তিনি। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ। তবে গণমাধ্যমকর্মীদের আলোচনার কেন্দ্রে ছিলেন মূলত সৌম্যই। বিশ্বকাপের আগে সেই সিরিজে আশানুরূপ পারফর্ম করেননি। এরপর কোন দিকগুলো বিচারে তাকে আবারও সুযোগ, এ নিয়ে নিয়ে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।
দলের দায়িত্বরত সবার সিদ্ধান্তেই মূলত দলে ভেড়ান হয়েছে সৌম্যকে। এছাড়াও দলে নেই সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। সেই ঘাটতি কিছুটা সামলে নিতেও এই সিদ্ধান্ত। সিলেটে চলেছে সিরিজের প্রথম টেস্ট। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাবিবুল।
সৌম্যকে দলে নেওয়া কি মূলত কোচের সিদ্ধান্ত ছিল? এমন প্রশ্নের জবাবে হাবিবুল বলেন, ‘আমার মনে হয়, কোচের ইনপুট নিয়ে খুব বেশি আলাপ করা উচিত। কারণ, সবাইকে নিয়েও দল গঠন করা হয়। সেখানে আমাদেরও কিছু চয়েস থাকে, কোচদেরও থাকে। এটা এমন কিছু না, যে কেবল একজনের পছন্দ থেকেই কাউকে দলে নেওয়া হয়।’
এর আগেও সৌম্য নিউজিল্যান্ডে খেলছেন। সেখানে রানও পেয়েছেন ভালো। সাকিব-মাহমুদউল্লারদের মতো অভিজ্ঞদের বদলে সেই জায়গা পোষাতে তাই পুরাতন কাউকেই বেছে নিয়েছে ম্যানেজমেন্ট।
তিনি আরও বলেন, ‘আমাদের কিছু বাধ্যগত সিদ্ধান্ত নিতে হয়েছে। সাকিব নেই। মাহমুদউল্লাহ নেই। সেখানে নতুন কাউকে নেওয়ার চেয়ে, এমন কাউকে নিতে চেয়েছি যে আগেও এই পরিস্থিতে খেলেছে। এমনকি সৌম্যর অলরাউন্ড অ্যাবিলিটিও আছে। এই সকল কনসেপ্ট থেকেই মূলত তাকে দলে নেওয়া।‘