তহুরার জোড়া গোলে বাংলাদেশের দাপুটে জয়
চলতি বছর ফুটবলে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ নারী ফুটবল দলের। হারের বৃত্ত ভাঙতে রীতিমতো খাবি খাচ্ছিল সাফ জয়ী দল। জাপান ও ভিয়েতনামের কাছে বিধ্বস্ত হওয়ার পর জয় মেলেনি নেপালের কাছেও। কোনো রকমে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল সাবিনা খাতুনের দলকে। তবে সেই চিত্রটা এবার পাল্টে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের বিপক্ষে দাপুটে জয় তুলেছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে নিজেদের মাটিতে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। বল দখলে মুনশিয়ানা দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছে ম্যাচের শুরু থেকেই। সাফল্য পেতেও তাই সময় লাগেনি। ম্যাচের ৩ মিনিটের মাথায় আফিদা খন্দকারের গোলে ম্যাচে লিড নেয় বাংলাদেশ। এরপর সেই লিড দ্বিগুণ করার পালা। ম্যাচের ১৬ মিনিটে দারুণ গোলে বাংলাদেশকে দ্বিতীয় দফায় এগিয়ে নেন তহুরা খাতুন। বিরতির আগে আর গোল না হলেও বল দখলের খেলায় এগিয়ে ছিল বাংলাদেশই।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের পসরা সাজিয়ে বসে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরকে রীতিমতো কোণঠাসা করে রাখে সাবিনা-ঋতুপর্ণা ও তহুরারা। যদিও প্রতিপক্ষের অতি রক্ষণাত্মক কৌশলের কারণে গোল পাচ্ছিল না বাংলাদেশ।
অবশেষে ম্যাচের ৫৯ মিনিটে ফের সাফল্যের মুখ দেখে বাংলাদেশ। মাঝ মাঠ থেকে লম্বা করে বাড়ানো বল ধরে গোলের উদ্দেশ্যে এগিয়ে যান তহুরা খাতুন। গোল রুখে দিতে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন তহুরা। একই সঙ্গে নিজের জোড়া গোল আদায় করে নেন তিনি।
৭৭ মিনিটে ব্যবধান বাড়তে পারত আরও। যদি গোল করার সহজ সুযোগটা কাজে লাগাতে পারত মারিয়া মান্ডা। খানিক পর সুযোগ পেয়েছিলেন মার্জিয়াও। তবে জটলার মধ্যে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। এরপর ৮০ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিকে দুর্দান্ত এক শটে সিঙ্গাপুরের গোলপোস্ট নাড়িয়ে দিয়েছিলেন অধিনায়ক সাবিনা। তবে চূড়ান্ত সাফল্য পাননি তিনিও। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।