আইপিএল নিলামের ড্রাফটে মাহমুদউল্লাহ-তাসকিন, নেই সাকিব-লিটন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৫০ এএম | ০২ ডিসেম্বর, ২০২৩

 

আইপিএলের সামনের আসরকে কেন্দ্র করে ইতিমধ্যে শেষ হয়েছে রিটেনশন প্রক্রিয়া। সামনেই বসতে চলেছে পরিসরের একটি নিলাম। তবে সেখানে নিজেদের নাম তালিকাভুক্ত করেননি সাকিব আল হাসান ও লিটন দাস। তবে এর আগে বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজি লিগটির ছয় আসরে খেলা মোস্তাফিজুর রহমান আছেন নিলামের ড্রাফটে। এছাড়াও আছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার। 

মোস্তাফিজ ছাড়াও বাকি পাঁচজন হলেন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। এর মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে আছেন কেবল মোস্তাফিজ।

আইপিএল ২০২৪ নিলামে অংশ নিতে বিভিন্ন দেশের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম তালিকাভুক্ত করিয়েছেন। যেখানে যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এমন ক্রিকেটার আছেন ৯০৯ জন। যার মধ্যে ৮১২ জনই ভারতের। আইসিসির সহযোগী সদস্য দেশের ক্রিকেটার আছেন ৪৫ জন। 

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা কোলা অ্যারেনাতে অনুষ্ঠিত হবে এই নিলাম। এবারই প্রথম ভারতের বাইরে হতে চলেছে আইপিএলের নিলাম।

খেলার দুনিয়া | ফলো করুন :