‘এখন চিন্তা শুধু পরের টেস্ট নিয়েই’
ঘরের মাটিতে বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার বিশ্বকাপের পর কিউইদের বিপক্ষে লাল বলের ক্রিকেটের দায়িত্ব পড়ল তার কাঁধেই।
প্রথম টেস্ট তৃতীয় দিন চলাকালেই চলতি মাসেই কিউই সফরের সাদা বলের দুই ফরম্যাটের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানেও ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠেনি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এতেই ফের নেতৃত্ব এসে পড়ল শান্তর কাছে।
সিলেট টেস্টে আজ (শনিবার) পঞ্চম দিনে কিউইদের ১৫০ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ঘরের মাঠে এই প্রথম কিউইদের হারাল তারা। দলটির সামনে এখন জয়ের জয়ের হাতছানি। তাই অন্য ফরম্যাটে নেতৃত্ব পাওয়ার ভাবনা থেকেও দ্বিতীয় টেস্ট নিয়েই বেশি ভাবছেন শান্ত। ম্যাচ জয়ের পর অফিশিয়াল ধারাভাষ্যে শামীম চৌধুরীর সঙ্গে আলাপকালে এসব কথা জানান এই বাঁহাতি ব্যাটার।
টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব পাওয়ার প্রসঙ্গে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ্। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগ করে দিয়েছে। তবে, সামনে আমার চিন্তা মূলত পরের টেস্ট নিয়ে। আশা করছি, বাকি ক্রিকেটাররাও সেটি নিয়েই ভাবছে। আমার মতে, হাফ জব ডান। তবে এখনো অনেক পথ বাকি।’