সিটির রোমাঞ্চকর ড্র’য়ের রাতে বার্সা-ইন্টারের জয়
ইতিহাদে দলকে সমর্থন দিতে আসা সিটিজেনরা তখন নিশ্চিত জয় ভেবে ভিড় এড়াতে আগেভাগেই গ্যালারি ছাড়ার পরিকল্পনা করছে। হঠাৎই শোনা গেল গুটি কয়েক টটিশ সমর্থকদের হর্ষধ্বনি। মাঠে তাকিয়ে দেখা গেল সিটি বস পেপ গার্দিওলার মাথায় হাত। ম্যাচের তখন ঠিক ৯০ মিনিট। এমন সময় ৩-২ গোলে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটির সর্বনাশটা করল দেজান কুলুসেভস্কি। দারুণ গোলে দলকে সমতায় ফেরালেন এই সুইডিশ মিডফিল্ডার। রোমাঞ্চকর ৩-৩ গোলের ড্র’য়ের সাক্ষী হল ইতিহাদ। রাতের অপর দুই ম্যাচে অবশ্য কাঙ্ক্ষিত জয় পেয়েছে লা লিগার বার্সা ও সিরি আ’র ইন্টার মিলান।
ইংলিশ প্রিমিয়ার লিগে ড্র’টা রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছে গার্দিওলার দলের জন্য। পয়েন্ট টেবিলের দুই নাম্বার স্থানটা ছেড়ে দিতে হয়েছে লিভারপুলকে। সঙ্গে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধানটাও বেড়ে দাঁড়িয়েছে এক জয়ের। যা আগামীতে ভোগাতে পারে লিগ চ্যাম্পিয়নদের।
ইতিহাদে এ ম্যাচে অবশ্য ম্যানসিটির সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করেছে টটেনহ্যাম। ম্যাচের ৬ মিনিটেই সন হিউং মিনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। অবশ্য এর তিন মিনিট পর সেই সনই ঢেকে আনেন সর্বনাশ। সিটির আক্রমণ ঠেকাতে নিচে নেমে এসে করেন মহাভুল। নিজেদের জালেই জড়িয়ে ফেলেন বল। সমতায় ফেরে সিটি। এরপর আক্রমণে গিয়ে প্রথমার্ধে এগিয়ে যায় সিটি। ম্যাচের ৩১ মিনিটে জুলিয়ান আলভারেজের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন ফিল ফোডেন।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় টটিশরা। অন্যদিকে সিটিজেনরা ব্যবধান বাড়ানোর। তবে এ যাত্রায় সাফল্যটা পেয়েছে টটিশরাই। ম্যাচের ৬৯ মিনিটে আবারও সন। এবার নিজে গোল করেননি লো সেলসোকে দিয়ে করিয়েছেন। তাতেই টটিশরা ফেরে সমতায়।
ম্যাচে লিড নিতে এবার জোড় প্রচেষ্টা চালায় সিটি ফুটবলাররা। সাফল্য আসে ৮১ মিনিটে। হ্যালান্ডের বাড়ানো বল জালে জড়িয়ে সিটিজেনদের উল্লাসে ভাসান গ্রিলিস। তবে নাটক যে তখনও বাকি। ম্যাচের ৯০ মিনিটে সেই গোল শোধ দিয়ে দারুণভাবে দলকে বাঁচান কুলুসেভস্কি। ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
সিরি আ’তে নাপোলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় তুলেছে ইন্টার মিলান। এ জয়ে যথারীতি শীর্ষস্থান তাদের। রাতের আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন জোয়াও ফেলিক্স।