'সব কৃতিত্ব খেলোয়াড়দের', অবিশ্বাস্য জয়ের পর সাবিনাদের কোচ

'সব কৃতিত্ব খেলোয়াড়দের', অবিশ্বাস্য জয়ের পর সাবিনাদের কোচ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা দল সিঙ্গাপুর। তাদের বিপক্ষে একটা ম্যাচ জিতলেও বড় প্রাপ্তি হিসেবেই দেখা হতো সেটাকে। কিন্তু বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একটা নয়, টানা দুই ম্যাচে সে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে। ১ ডিসেম্বর সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তাদের ৮-০ গোলে ধসিয়ে দিয়েছেন সাবিনা খাতুনরা।

শিষ্যদের কাছ থেকে এতটা প্রত্যাশা করেননি নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটুও। মেয়েদের এমন দাপুটে পারফরম্যান্স আর অবিশ্বাস্য স্কোরলাইন দেখে অবাক কোচ ম্যাচ শেষে বললেন, ‘ সাধারণত দেখা যায়, কয়েকটি গোল হয়ে গেলে একটু অন্যরকম ভাব আসে। কিন্তু ওরা গোল করেই গেছে।’

এমন জয়ের কৃতিত্বের পুরোটাই সাবিনাদের দিলেন কোচ, ‘পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। আমার কোনো অবদানই নেই, একটুও না।’

মাস ছয়েক আগে আচমকা নারী দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন দলটির অনেক সাফল্যের কারিগর গোলাম রব্বানী ছোটন। চার মাস আগে সে দায়িত্ব ওঠে টিটুর কাঁধে। দায়িত্ব নেয়ার পর কঠিন সময় পার করেছেন এই কোচ। এশিয়ান গেমসে তার অধীনে শুন্য হাতে ফিরেছে দল।

তবে সিঙ্গাপুরের বিপক্ষে দুই জয়ে তার অধীনে অবশেষে সুদিনের দেখা পেল বাংলাদেশ। সাবিনা-মারিয়ারাও ধীরে ধীরে নতুন কোচের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। সিঙ্গাপুরের সঙ্গে জয়ের পর অধিনায়ক সাবিনার মুখেও সে কথা উঠে এল, ‘আমরা স্যারের সঙ্গে মানিয়ে নিয়েছি। ক্লাব ও জাতীয় পর্যায়ে উনার অনেক অভিজ্ঞতা। সেগুলো আমাদের বেশ কাজে লেগেছে।’

বাফুফের সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে টিটুর। সিঙ্গাপুরের বিপক্ষে দুই জয়ে তার নতুন চুক্তির সম্ভাবনা বেড়ে গেল বৈকি।

সম্পর্কিত খবর