‘সূর্যকুমার দলের তৃতীয় পছন্দের অধিনায়ক’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৫১ এএম | ০৫ ডিসেম্বর, ২০২৩

বিশ্বকাপ দিয়ে আরও একবার ওয়ানডে ফরম্যাটে ব্যর্থ ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। তবে সাদা বলের আরেক ফরম্যাট, টি-টোয়েন্টিতেই যেন দেখা যায় ভিন্ন এক সূর্যকুমারের। ওয়ানডেতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও স্বল্প ওভারের ফরম্যাটে নিয়মিতই তাণ্ডব চালান তিনি। এতেই ভরসা রেখেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। বিশ্বকাপের পরেই ভারতের প্রথম সিরিজে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো নেতৃত্বের সুযোগ পান সূর্যকুমার।

টি-টোয়েন্টিতে মেলে অন্য এক  সূর্যকুমারের দেখা, সেটি আরও একবার প্রমাণিত হলো অজিদের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে। সেখানে তার ব্যাটিং ছাপিয়ে সবার নজর কাড়ল অধিনায়কত্বে। ৪-১ ব্যবধানে সেই সিরিজ জেতে স্বাগতিকরা। এতেই আরও একবার সেই দায়িত্ব পড়ল সূর্যকুমারের কাঁধে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সফরেও বিশ্রামে আছেন দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি হার্দিক পান্ডিয়া। এতেই কপাল খুলে সূর্যকুমার।

অজি সিরিজে সূর্যকুমারের বুদ্ধিদীপ্ত নেতৃত্বের পরিচয়ে অনেকেই তাকে দেখছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে এমন কিছু আশঙ্কা নেই বলে জানান ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। আগামী বছরের সেই বিশ্বকাপের আসরের সম্ভাব্য অধিনায়কের তালিকায় সূর্যকুমারকে দেখছেন না এই ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার। 

আকাশ বলেন, ‘আমি শুধু সামনের দিকে চেয়ে বলছি। সূর্যকুমার যাদব বর্তমানে টি-টোয়েন্টিতে ভারতীয় দলের অধিনায়ক, তবে তিনি কি আপনার অধিনায়কের তালিকায় আছেন? তিনি বর্তমানে সম্ভবত মুম্বাই ইন্ডিয়ান্সের তৃতীয় পছন্দের অধিনায়ক। পরিস্থিতি বদলে গেছে। আগে তিনি ছিলেন দ্বিতীয় পছন্দ, গত বছর পর্যন্ত।’

দুই বছর বাদেই আবারও মুম্বাইয়ে ফিরেছেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। গত দুই আসরেই অধিনায়ক হিসেবে দারুণ কিছু করে দেখিয়েছেন হার্দিক। দুবারই গুজরাটকে নিয়ে গেছেন ফাইনালে, যেখানে নিজেদের প্রথম আসরেই দল জেতে শিরোপা। এতে মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক রোহিতের পরে কাউকে ভাবলে সেটি স্বাভাবিক অর্থেই হার্দিক। এতেই সূর্যকুমারকে তাদের তৃতীয় পছন্দের অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন আকাশ। এবং জাতীয় দলেও সূর্যকুমারের চেয়ে হার্দিককেই রাখছেন এগিয়ে। 

 

খেলার দুনিয়া | ফলো করুন :