সেমিতে দেখা যাবে আবাহনী-বসুন্ধরা দ্বৈরথ

সেমিতে দেখা যাবে আবাহনী-বসুন্ধরা দ্বৈরথ

২০২৩ স্বাধীনতা কাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঘরের মাঠে বাংলাদেশ সেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক বসুন্ধরা। দিনের অন্য ম্যাচে দুপুরে চট্টগ্রাম আবাহনীকে ১-০ ব্যবধানে ধরাশায়ী করে সেমিফাইনালে জায়গা করে নেয় মোহামেডান।

বসুন্ধরা কিংস অ্যারেনায় গোল পেতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় স্বাগতিকদের। ব্রাজিলিয়ান মিগুয়েলের কর্নার থেকে উজবেক ফুটবলার গফুরবেগের হেডে সেনাবাহিনীর প্রতিরোধ ভাঙে অস্কার ব্রুজনের দল। তবে দ্বিতীয়ার্ধের মিনিট ১৫ যেতেই সে গোল শোধ করেন সেনাবাহিনীর শাহরিয়ার ইমন।

৭৮ মিনিটে সাদ উদ্দিনের পাসে দরিয়েলতন জয়সূচক গোলটি করলে হতাশায় ডোবে সেনাবাহিনী। তবে দেশসেরা ক্লাব বসুন্ধরার সঙ্গে ম্যাচে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন দেশের অন্যতম সেরা কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। বাংলাদেশ নারী ফুটবল দলের প্রশংসিত এই সাবেক কোচ এখন সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন।

দিনের অন্য ম্যাচটিতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৭ মিনিটে মুজাফফর মুজাফফারভের দেয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

সোমবার (৪ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে নিজ নিজ  ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ঢাকা আবাহনী এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

আগামী ৭ ডিসেম্বর দুপুর পৌনে দুইটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মোহামেডান ও রহমতগঞ্জ। একইদিন বিকেল ৪টায় অপর সেমিতে লড়বে ঢাকাই ফুটবলের দুই জায়ান্ট আবাহনী ও বসুন্ধরা কিংস।

সম্পর্কিত খবর