শুক্রবার কোপা আমেরিকার ড্র
লাতিন আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় আসর, কোপা আমেরিকা। যার ৪৮তম আসর গড়াবে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির আয়োজক হতে যাচ্ছে দেশটি। দিন দুয়েক আগেই যুক্তরাষ্ট্রের কোন ১৪ শহরে গড়াবে কোপা আমেরিকার আসন্ন আসর তা ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। এবার ফুটবলপ্রেমীদের মূল আকর্ষণ ড্র ঘিরে। কোন গ্রুপে পড়তে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।
আগামী বছরের ২০ জুন থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে আসরটি। সেখানে ১৬ দেশের অংশগ্রহণে মোট ম্যাচ হবে ৩২টি। যেখানে মায়ামিতে। ইউরোপের পাঠ চুকিয়ে চলতি বছরের জুলাইয়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তখন থেকেই আমেরিকার ফুটবলের প্রচারে যেন এসেছে আমূল পরিবর্তন।
সেই মায়ামিতে অনুষ্ঠিত হবে ২০২৪ কোপা আমেরিকার ড্র। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এই ড্র।
এখন পর্যন্ত কোপা আমেরিকার ২০২৪ আসরের টিকিট পেয়েছে ১৪টি দেশ। দলগুলো হলো, আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা, জ্যামাইকা, মেক্সিকো, পানামা ও যুক্তরাষ্ট্র। বাকি দুই দল আগামীকালের ড্র অনুষ্ঠানের আগে নিশ্চিত করবে কোপার টিকিট।
কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ ২০২১ আসরের ব্রাজিলের ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিলেন মেসি-দি মারিয়ারা।