কেমন হলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোপার সূচি? 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৪৮ এএম | ০৮ ডিসেম্বর, ২০২৩

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে কেঁদেছিলেন লিওনেল মেসি। ২০১৫ সালেও একই দলের বিপক্ষেই ফাইনালে হারের মুখ দেখতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০২৪ আসরের শুরুতেই গ্রুপ পর্বে সেই দলের মুখোমুখি হতে হবে মেসিদের।

২০২৪ কোপা আমেরিকার সূচিতে গ্রুপ ‘এ’ তে রয়েছে আর্জেন্টিনা। সেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাবে চিলি, পেরু এবং কনকাকাফ বাছাইপর্ব পেরিয়ে আসা যেকোনো একটি দলকে; সেটি হতে পারে কানাডা অথবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আসন্ন টুর্নামেন্টে আর্জেন্টিনার মিশন শুরু হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অথবা কানাডার সঙ্গে ম্যাচের মাধ্যমে। মেসিদের জন্য এই দুই দলের বিপক্ষে খেলাটা সহজ হবে বলেই ধারণা করছেন বেশিরভাগ সমর্থকেরা। আগামী ২০ জুন মাঠে মাঠে গড়াবে উদ্বোধনী এই ম্যাচ।

২৫ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে পুরোনো শত্রুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস দিয়ে এবার চিলিতে নাস্তানাবুদ করতেই চাইবে মেসির দল।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ম্যাচ হবে ২৯ জুন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শীর্ষে থেকে গ্রুপপর্ব পার করলে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ৪ জুলাই, হিউস্টনে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলটি। আর দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপপর্ব শেষ কোয়ার্টারে তাদের খেলা হবে ৫ জুলাই। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা দল। ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা এবং জ্যামাইকা।



খেলার দুনিয়া | ফলো করুন :