নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিল ফুটবল

নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিল ফুটবল

শেষ কিছু দিন ধরে ব্রাজিল ফুটবলে সময়টা বেশ খারাপ কাটছে। ২০২২ বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে গিয়ে শূন্য হাতে ফেরা, এরপর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও হারের হ্যাটট্রিক... এবার দেশটির ফুটবলে দেখা দিয়েছে নতুন শঙ্কা। দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতিকে পদচ্যুত করেছে দেশটির আদালত। যার ফলে ফিফা থেকে নিষেধাজ্ঞাও পেয়ে যেতে পারে নেইমারের দেশ।

গেল বছর ব্রাজিল ফুটবলের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি হিসেবে পদে এসেছিলেন এদনালদো রদ্রিগেজ। তবে তার আসার প্রক্রিয়ায় ত্রুটি খুঁজে পেয়েছে দেশটির আদালত। যে কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সভাপতির পদ থেকে। তার জায়গায় জোসে পেদ্রিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন ডাকতে হবে তাকে।

২০২২ সালে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন রদ্রিগেজ, তাতে ত্রুটি খুঁজে পেয়েছে রিও ডি জেনিরোর আদালত। সিবিএফ ও রিও ডি জেনিরোর পাবলিক প্রসিকিউটরদের মধ্যে এক চুক্তির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সে কারণে এই নির্বাচনের ফলাফলও প্রত্যাখ্যান করেছে আদালত, যার ফল রদ্রিগেজের পদ হারানো।

ফিফার নিয়ম অনুযায়ী একটা দেশের বোর্ডকে স্বাধীন হতে হবে। সেখানে হস্তক্ষেপ এলেই নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে বোর্ডকে। সে কারণে এখন ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায় পড়ে গেছে নেইমারদের বোর্ড।

সম্পর্কিত খবর