একই রাতে ইউনাইটেড ও বায়ার্নের ইতিহাসে লজ্জাজনক হার
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেকদিকে বুন্দেসলিগার ম্যাচে দাপুটে বায়ার্ন মিউনিখের জয়ের ধারায় বেশ বড় ধাক্কা দিয়েছে ফ্র্যাংকফুর্ট, ৫-১ গোলে হেরেছে জার্মান জায়ান্টরা।
নভেম্বর মাসটা দারুণ কেটেছিল এরিক টেন হাগের, হয়েছিলেন মাসসেরা কোচ। তার দলের হ্যারি ম্যাগুয়ার হয়েছিলেন মাসের সেরা ডিফেন্ডার। কিন্তু আবারও শুরু হয়েছে ভরাডুবি, দুর্দিন যেন পিছুই ছাড়ে না ম্যানচেস্টার ইউনাইটেডের।
ওল্ড ট্রাফোর্ডে এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পালটা আক্রমণের ব্যর্থ কিছু চেষ্টাও চালান ব্রুনো-গার্নাচো-মার্শিয়ালরা, তবে তাতে কাজ হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বোর্নমাউথের খেলোয়াড়রা। অবশেষে ইউনাইটেডকে হতাশ হয়েই খালিহাতে মাঠ ছাড়তে হয়। এই হারের পর ২৭ পয়েন্টের সাথে লিগ টেবিলের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে তারা।
অপরপক্ষে প্রায় ৪৮ বছর পর শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হলো বায়ার্ন মিউনিখকে। বরাবরেই মতই এবারের আসরে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছে বায়ার্ন। তবে তাদের ছন্দপতনে বড় ফাটল ধরাল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
১৯৭৫ সালে বায়ার্নকে ৬-০ গোলে হারানোর পথে প্রথমার্ধেই ৫ গোল করেছিল ফ্রাঙ্কফুর্ট। সেই স্মৃতি ফিরিয়ে এনে এবারও বায়ার্নকে ৬০ মিনিটের মধ্যে ৫ গোলের স্বাদ হজম করিয়েছে দলটি। গত ৪৮ বছরে বুন্দেসলিগায় আর কোনো দল বায়ার্নকে এত কম সময়ের মধ্যে ৫ গোল দিতে পারেনি।
বায়ার্নের জন্য সান্তনা হিসেবে একটি গোল পরিশোধ করেছেন জশুয়া কিমিচ। তাতেও হারের লজ্জা এড়াতে পারেনি তারা, ৫-১ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়েই মাঠ ছেড়েছে তারা। এই ম্যাচের পর ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২য় স্থানে রয়েছে বায়ার্ন।