নিউজিল্যান্ড সফর স্মরণীয় করতে চান এনামুল

  • নিউজরুম এডিটর
  • ০২:৪৩ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৩

শেষ বেলায় এসে বিশ্বকাপ দলেও সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। তবে শেষ পর্যন্ত ভারত গিয়েও একাদশে সুযোগ হয়নি তার। সেই আক্ষেপ এবার নিউজিল্যান্ডকে গিয়ে ভুলতে চান এই ওপেনার। একাদশে সুযোগ পেলে পারফর্ম করে স্মরণীয় করে রাখতে চান এই সফরটাকে। গতকাল দেশ ছাড়ার আগে নিজেকে নিয়ে এমনটিই জানিয়েছেন এনামুল।

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র’য়ের পর এবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে কিউই ডেরায় যাচ্ছে বাংলাদেশ দল। যেই দলে নেই দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকেই। তাই একাদশে সুযোগ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে স্কোয়াডে থাকা এনামুলের। আর সেই সুযোগটি এলে যে তা কাজে লাগাতে চান তিনি; দেশ ছাড়ার আগেই তাই জানিয়ে গেছেন এই ওপেনার।

৩০ বছর বয়সী এই ওপেনার দেশ ছাড়ার আগে বলেন, ‘সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব। আমি দলের সাথে আছি, তবে খেলতে পারলে আরও ভালো লাগবে। আমি ২০১৫ সালে নিউজিল্যান্ডে ইনজুরিতে পড়েছিলাম। তাই এবার আমি ভালো স্মৃতি নিয়ে সেখান থেকে ফেরার চেষ্টা করব।’

উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে ও শেষ ম্যাচ হবে নেপিয়ারে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।

খেলার দুনিয়া | ফলো করুন :