বিকেএসপিকে নিষিদ্ধ করল বাফুফে
বাংলাদেশের খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বিকেএসপির বিরুদ্ধে এসেছে জালিয়াতির অভিযোগ। যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিকেএসপির ফুটবল দলকে এক বছরের জন্য ঘরোয়া ফুটবলের সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এমন সিদ্ধান্ত জানিয়েছে আজ।
বিকেএসপির বিরুদ্ধে অভিযোগটা হলো, তৃতীয় বিভাগের দল চকবাজার কিংসের সঙ্গে মৌসুম চলাকালেই খেলোয়াড় দেওয়া নেওয়া করে খেলেছে দ্বিতীয় বিভাগের দলটি। মানে চকবাজার কিংসের খেলোয়াড়রা খেলেছেন বিকেএসপির হয়ে, আবার ঘটেছে তার উল্টোটাও। উল্লেখ্য, দুই দলের খেলোয়াড়রা দল বদলে খেলেছেন ভিন্ন ভিন্ন পরিচয়ে। পুরো প্রক্রিয়াটি যে অবৈধ, টা বলাই বাহুল্য।
বিষয়টি বাফুফের নজরে আসে। এরপর বাফুফে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দোষ খুঁজে পায়। সেই প্রেক্ষিতে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর ঘটনায় জড়িত থাকায় বিকেএসপি’র সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং প্রশিক্ষক রবিউল ইসলামকে আগামী এক বছরের জন্য ফুটবলসংশ্লিষ্ট কর্মকান্ড থেকে নিষিদ্ধ করেছে বাফুফে। খেলোয়াড়দের নাম পরিচয়-পরিবর্তনের ক্ষেত্রে হাত ছিল তাদের। নিষেধাজ্ঞাতেই শেষ নয় তাদের শাস্তি। দুই জনকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে।
নাম পরিবর্তনকারী তিন খেলোয়াড়কেও নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে। নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবে। বিকেএসপিকে এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।