ঘরের মাটিতে হালি হজম করল বার্সেলোনা
এই মৌসুমে শুরু থেকেই চমকের জন্ম দিয়ে শীর্ষস্থানে ছিল জিরোনা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিজেদের দাপট ভালোভাবেই প্রদর্শন করে তারা। এবার বার্সেলোনাকে তাদের ঘরের মাটিতেই এক হালি গোল দিয়ে লজ্জার মুখে ফেলল ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই নিজেদের সাম্প্রতিক ফর্ম বজায় রেখেই খেলতে থাকে জিরোনা। আগ্রাসী খেলা চালিয়ে ১২তম মিনিটেই গোল আদায় করে তারা। তার কিছুক্ষণ পর, ১৯তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান লেভান্ডোভস্কি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আবারও এগিয়ে যায় জিরোনা।
আক্রমণ পাল্টা-আক্রমণ চালিয়েও দ্বিতীয়ার্ধে বেশ কিছুক্ষণ গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের শেষভাগে যেয়ে, ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান ভালেরি, বিপাকে পড়ে শাভি এর্নান্দেজের দল।
ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকরা আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। যোগ করা সময়ে ম্যাচ ড্র করার আশা জাগান গুন্দোগান, তাতেও লাভ হয়নি। উল্টো রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে, ৯৫তম মিনিটে জিরোনার এক হালি গোল পূর্ণ করান ক্রিস্টিয়ান স্টুয়ানি। হতাশা নিয়েই ঘরের মাঠের ম্যাচ শেষ হয় বার্সেলোনার।
এই জয়ের পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে আবারও টপকে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান দখল করে জিরোনা, ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের। অপরদিকে ৩৪ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে নেমে গেল বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।