বেনজেমার স্বপ্নের একাদশে নেই মেসি-রোনালদো

বেনজেমার স্বপ্নের একাদশে নেই মেসি-রোনালদো

দীর্ঘসময় ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলেছেন করিম বেনজেমা। তবে তার সঙ্গে কাটানো সে মুহূর্তগুলো বোধহয় খুব একটা উপভোগ করেননি এই ফরাসি স্ট্রাইকার। তার স্বপ্নের একাদশে যে ঠাঁই হয়নি এই পর্তুগিজ মহাতারকার। শুধু রোনালদোই নন, বেনজেমার স্বপ্নের একাদশে নেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও।

এখন সৌদি প্রো লিগে আল ইত্তিহাদ ক্লাবের হয়ে খেলছেন বেনজেমা। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আলাপে নিজের স্বপ্নের একাদশ সাজান তিনি। সেখানে পর্তুগিজ রোনালদোর ঠাঁই না হলেও জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান রোনালদো। রোনালদোর পাশাপাশি ব্রাজিলের আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনিওকেও নিজের স্বপ্নের একাদশে রেখেছেন।

বেনজেমার স্বপ্নের মধ্যমাঠে জায়গা পেয়েছেন সাবেক ফরাসি ফুটবলার ক্লদ মাকেলেলে ও কিংবদন্তি জিনেদিন জিদান। রিয়ালে যখন সময়টা পক্ষে ছিল না বেনজেমার, তখন জিদান তার উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলেন। নিজের রিয়াল ক্যারিয়ারের শেষদিকে সে ভরসার প্রতিদান কী দারুণভাবেই না দিয়েছেন রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা নাম্বার নাইন বেনজেমা।

স্বপ্নের রক্ষণে রিয়াল সতীর্থদেরই প্রাধান্য দিয়েছেন বেনজেমা। পেপে, সার্জিও রামোস, মার্সেলোদের দিয়ে গড়া রক্ষণে অবশ্য বার্সেলোনার এক ডিফেন্ডারেরও জায়গা হয়েছে। বার্সার একসময়ের দাপুটে ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেসকে দলে রেখেছেন তিনি। আর গোলপ্রহরী হিসেবে তার পছন্দ জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়ার।

সম্পর্কিত খবর