অ্যান্টওয়ার্পকে উড়িয়ে শুরু বার্সার

অ্যান্টওয়ার্পকে উড়িয়ে শুরু বার্সার

স্কোরলাইনটা প্রত্যাশিতই ছিল। প্রতিপক্ষ রয়াল অ্যান্টওয়ার্প। সবশেষ যখন তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে, তখন বর্তমান দলের খেলোয়াড়দের কারো বাবারও জন্ম হয়নি। ১৯৫৭-৫৮ মৌসুমে সবশেষ ‘ইউরোপিয়ান কাপে’ খেলা দলটা ৬৫ বছর পর ফিরেছে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায়। তাদের বিপক্ষে বার্সেলোনার অনায়াস জয়টা আঁচ করা যাচ্ছিল। দারুণ ফুটবলের পসরা সাজিয়ে বার্সেলোনা সেটা তুলেও নিয়েছে। বেলজিয়ান দলটাকে হারিয়েছে ৫-০ গোলে।

নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই গোলটা আসি আসি করছিল বার্সার। সেটা পেতে ১১ মিনিট অপেক্ষা করতে হলো স্বাগতিকদের। ইলকায় গুন্দোয়ানের পাস থেকে বক্সের বাম পাশ থেকে জোয়াও ফেলিক্সের করা দারুণ শট গিয়ে আছড়ে পড়ে জালে, বার্সা পেয়ে যায় চলতি মৌসুমের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোলটা।

এর মিনিট দুয়েক পর রবার্ট লেভান্ডভস্কিও নাম লেখান গোলের খাতায়। এ গোল গড়ে দিয়েছেন প্রথম গোল করা ফেলিক্স। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে দূরের পোস্টে থাকা লেভান্ডভস্কিকে লব করেন তিনি, লেভা গোল করতে ভুল করেননি একটুও। এর মিনিট দশেক পর যখন রাফিনিয়ার ক্রস নিজেদের জালে জড়ালেন সফরকারী ডিফেন্ডার, তখন মনে হচ্ছিল বার্সেলোনার গোল উৎসবটা বুঝি গিয়ে ঠেকবে বিশাল কোনো স্কোরলাইনে!

তবে তা হয়নি, সময় যত গড়িয়েছে, সফরকারীরা ততই ধাতস্থ হয়েছে। তাতে বার্সার গোলের উৎসব ঠেকান যায়নি, তবে স্কোরলাইনটাও খুব বেশি বড় হয়নি। বিরতির পর গাভির গোলে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। এরপর অ্যান্টওয়ার্পের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন জোয়াও ফেলিক্স।

এই জয়ের ফলে বার্সেলোনা প্রায় ৬ বছর পর ইউরোপীয় মঞ্চে কোনো দলকে হারাল ৫ কিংবা তারও বেশি গোলে। নতুন মৌসুমের শুরুটা বুঝি এর চেয়ে ভালোভাবে করতেও পারত না কোচ জাভি এর্নান্দেজের দল!

 

সম্পর্কিত খবর