আশিকের সেঞ্চুরিতে লঙ্কা-বধ, সেমিতে বাংলাদেশ

আশিকের সেঞ্চুরিতে লঙ্কা-বধ, সেমিতে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত আর জাপানকে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেই ফেলেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। ওপেনার আশিকুর রহমান শিবলির দুর্দান্ত শতকে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুবাইয়ে আইসিসির একাডেমী গ্রাউন্ডে টস জিতে আগে লঙ্কানদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকির ঘূর্ণির সঙ্গে মারুফ মৃধার বাঁহাতি পেস ও অধিনায়ক রাব্বির বাঁহাতি স্পিনে পুরো ৫০ ওভার ব্যাট করলেও লড়াকু সংগ্রহ পায়নি শ্রীলঙ্কা। ওয়াসি নিজের কোটার ১০ ওভারে ৩২ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। কিপটে বোলিংয়ের পাশাপাশি সমান দুটি করে উইকেট পান মারুফ ও রাব্বি।

লঙ্কানদের পক্ষে ৬ ব্যাটার ২০-এর ঘরে পৌঁছালেও বড় করতে পারেননি ইনিংস। থিতু হয়েও ছুঁড়ে দিয়ে এসেছেন উইকেট। যার ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০০ রানে থামতে হয় তাদের।

২০১ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরেন ওপেনার জিসান আলম। শুরুতেই ওপেনিং সঙ্গীকে হারালেও অন্য প্রান্তে অবিচল ছিলেন শিবলি। লঙ্কান বোলারদের তুলোধুনো করে ১১৯ বলে সেঞ্চুরি তুলে নেন ১৮ বছর ১২ দিন বয়সী এই ওপেনিং ব্যাটার। অপর প্রান্তে রিজওয়ান (৩২), আহরারদের (২৩) ইনিংসগুলোও জয়ে ভূমিকা রেখেছে।

আগামি ১৫ ডিসেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

সম্পর্কিত খবর