এগিয়ে থেকেও হোঁচট বার্সার
হঠাৎ করে যেন খেই হারিয়ে ফেলল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচ মেলেনি জয়ের দেখা। নিজেদের মাঠ-অন্যদের সবখানেই খেল হোঁচট। লা লিগায় আগের ম্যাচ ডে'তে ঘরের মাঠে জিরোনার কাছে হালি খেয়ে হেরেছিল শাভি এর্নান্দেসের দল। এরপর চ্যাম্পিয়নস লিগে এন্টওয়ার্পের বিপক্ষে ৩-২ গোলের হার। এবারের হোঁচট ভ্যালেন্সিয়ায়। লা লিগার ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচজুড়ে ৬৪ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে লক্ষ্যে ৮টি, তবে জালের দেখা কেবল একবার।
গতকাল (শনিবার) রাতে ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। একইসঙ্গে চলে মিসের মহড়া। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানেই।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ৫৫তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার পাস থেকে বল জালে জড়ান লোনে আসা জোয়াও ফেলিক্স। তবে বেশিক্ষণ সেই গোলের আনন্দে বার্সাকে মাততে দেয়নি স্বাগতিকরা। মিনিট পনেরো বাদেই গিয়ামনের গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া।
এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনেই থাকলো বার্সা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৪১। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।