‘এটা আমাদের প্রাপ্য’- ক্ষোভ ঝাড়লেন গার্দিওলা
সাম্প্রতিক সময়টা একদমই ভালো কাটছে না বর্তমান লিগ চ্যাম্পিয়ন ও ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটির। টানা চার ম্যাচে জয়হীন থাকার পর লুটন টাউনের বিপক্ষে ম্যাচে জয়ের দেখা পেয়েছিল সিটি। কিন্তু পরের ম্যাচেই গতকাল আবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র করেছে তারা।
নিজেদের মাঠে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারল না গার্দিওলার শিষ্যরা। নিজেদের শেষ ৬টি ম্যাচে ৫টি থেকেই কোনো পয়েন্ট আদায় করতে পারেনি সিটি।
দলের এমন দুর্দশা একদমই মেনে নিতে পারছে কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্য নয়, এটা আমাদের প্রাপ্য। আমরা ২ পয়েন্ট ফেলে এসেছি। আপনি যখন এভাবে পেনাল্টি দেবেন, এমন ফল আপনার প্রাপ্য। যতগুলো সুযোগ আমরা তৈরি করেছি এবং যেসব গোল আমরা হজম করেছি, তা দেখলে বুঝবেন, আমরা ম্যাচ ঠিকমতো শেষ করতে পারছি না।’
শেষ মুহুর্তে প্রতিপক্ষে একটি পেনাল্টির সুযোগ করে দেওয়াটাই এই ড্রয়ের মূল কারণ বলছেন তিনি, ‘১৮ গজ বক্সে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। যা আমরা ছিলাম না। এই ম্যাচে জেতাটা তাই আমাদের প্রাপ্য ছিল না।
হতাশাজনক এই ড্রয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগ গ্রুপ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সিটি, ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্টের সঙ্গে শীর্ষে আছে লিভারপুল।