সেই অ্যানফিল্ডেই লিভারপুলকে থামাল ইউনাইটেড
অ্যানফিল্ডে এর আগের বারের দেখায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭ গোল হজম করিয়েছিল লিভারপুল। এছাড়াও সবশেষ চারবারের দেখায় লিভারপুল দিয়েছে মোট ১৩টি গোল, বিপরীতে ইউনাইটেড একটিও না। তবে এবার প্রতিপক্ষের মাঠে যেয়েই তাদের জয়রথ থামাল এরিক টেন হাগের শিষ্যরা।
লিভারপুলের বিপক্ষে এবার গোলশূন্য ড্র রেখে ম্যাচ শেষ করতে সক্ষম হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবারও ম্যাচ জেতার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল ক্লপের শিষ্যরা। একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলে ইউনাইটেডের ডিফেন্স লাইনকে। কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিল না তারা।
পুরো ম্যাচ জুড়েই স্বাগতিকরা চালিয়েছে তান্ডব, ৬৯ শতাংশ বলের দখন রেখে ৩৪টি শট নিয়েছে তারা। যার বিপরীতে মাত্র ৬ বার গোলের উদ্দেশ্যে শট নিয়েছে ইউনাইটেড। ম্যাচের পরিসংখ্যান দেখেই এটা বলাই যায় যে, ইউনাইটেডের জালে একবারও বল প্রবেশ করতে না পারানো টা লিভারপুলের দুর্ভাগ্য ব্যতীত আর কিছু নয়।
এই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট আদায় করতে না পারায় লিগ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হলো লিভারপুলের, ৩৮ পয়েন্টের সঙ্গে তারা নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ৩৯ পয়েন্ট নিয়ে বর্তমান লিগ টপার আর্সেনাল। অপরপক্ষে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।