বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ালেন মুলার
পূর্বের চুক্তি অনুযায়ী আগামী বছরের গ্রীষ্মেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি শেষ হত বিশ্বকাপজয়ী ফুটবলার টমাস মুলারের। তার আগেই চুক্তি নবায়ন করলেন এই জার্মান ফরোয়ার্ড। নতুন চুক্তিতে ক্লাবটির সঙ্গে ২০২৫ পর্যন্ত থাকছেন তিনি।
গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বায়ার্ন।
ক্লাব ক্যারিয়ারের শুরু থেকেই বায়ার্নের হয়ে মাঠ মাতিয়ে চলেছেন মুলার। যুব দল থেকে ২০০৮ সালে সিনিয়র দলে আগমনের পর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ৬৮৪টি ম্যাচ খেলেছেন তিনি।
বায়ার্নের জার্সিতে ১৫ বছরের ক্যারিয়ারে ৩২টি শিরোপা জিতেছেন মুলার। এর মধ্যে ১২টি বুন্ডেসলিগা শিরোপাসহ আছে ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ক্লাব বিশ্বকাপ ট্রফি। এছাড়াও ২৩৭টি গোলে করার পাশাপাশি করিয়েছেন ২৬১টি।