জয়ে ফিরল বার্সেলোনা

জয়ে ফিরল বার্সেলোনা

লা লিগ পয়েন্ট টেবিলের তলানির দল হলেও বার্সার জয়ে বেশ বাঁধা দিয়েছে আলমেরিয়া। দুইবার পিছিয়ে যেয়েও ঘরের মাঠে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে শাভি এর্নান্দেসের দল।

সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়ের দেখা পায়নি বার্সেলোনা। তাই বুধবার রাতে লা লিগার ম্যাচে জয়ের উদ্দেশ্যেই নেমেছিল স্প্যানিশ জায়ান্টরা।

কিন্তু জয়ের দেখা পাওয়া টা ততটা সহজ হলো না স্বাগতিকদের জন্য। ৩৩তম মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে গেলেও তার কিছুক্ষণ পরেই সমতায় ফিরে আলমেরিয়া। প্রথমার্ধ শেষ হয় সমতায় থেকেই।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে সের্হিও রবের্তো এগিয়ে নেন দলকে। এবারও বেশিক্ষণ নিজেদের দাপট ধরে রাখতে পারল না বার্সা, ৭১তম মিনিটে দ্বিতীয়বার ম্যাচে ফেরত আসে আলমেরিয়া।

পূর্ণ পয়েন্ট আদায় করতে এবার বল দখলে রেখে আক্রমণের মাত্রা বাড়িয়ে তোলে বার্সেলোনা। ম্যাচের শেষ ভাগে যেয়ে অবশেষে ৮৩তম মিনিটে দ্বিতীয়বার নিজের নৈপুণ্য দেখান রবের্তো। বক্সের ভেতর লেভান্দোভস্কির ক্রসে প্রতিপক্ষের জালে বল প্রবেশ করান তিনি।

এই জয়ের পর ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্টের সঙ্গে দ্বিতীয় অবস্থানে আছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা।

সম্পর্কিত খবর