এমবাপের জন্মদিনে ছোট ভাইয়ের অভিষেক

এমবাপের জন্মদিনে ছোট ভাইয়ের অভিষেক

 

গতকাল ২৫তম জন্মদিন উদ্‌যাপন করেছেন কিলিয়ান এমবাপে। জন্মদিনের বিশেষ দিনে মেৎসের বিপক্ষে পিএসজির হয়ে জোড়া গোল করেন এই ফরাসি তারকা।

তার এই জন্মদিনটা আরও একটা কারণে বিশেষ হয়ে থাকবে, গতকাল পিএসজির মূল দলে অভিষেক হয়েছে তাঁর ছোট ভাই ইথান এমবাপের।

মাত্র ১৬ বছর বয়সী ইথান এমবাপে এর আগেও নিসের বিপক্ষে একটি ম্যাচে দলে ছিলেন, তবে মাঠে নামার সুযোগ হয়নি তার। গতকাল দুই ভাইয়ের একত্রে মাঠে খেলার দিন গ্যালারিতে উপস্থিত ছিলেন তাদের বাবা-মাও।

এদিন মেৎসের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে পিএসজি। যেখানে দুটি গোলই দিয়েছেন কিলিয়ান এমবাপে। এই জয়ের পর ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এমবাপের দল, ৩৫ পয়েন্টের সঙ্গে দ্বিতীয় অবস্থানে আছে নিস।

সম্পর্কিত খবর