ব্রাজিলের ফ্লুমিনেন্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন সিটি
ক্লাব বিশ্বকাপে প্রথমবারে এসেই বাজিমাত ঘটাল সিটি। চতুর্থ ইংলিশ দল হিসেবে জিতল ক্লাব বিশ্বকাপের শিরোপা। এদিন ইউরোপ ও লাতিনের দুই চ্যাম্পিয়নের ম্যাচটা হলো একপেশে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।
ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের পর ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল গত আসরের ট্রেবল জয়ীরা।
গতকাল (শুক্রবার) রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুর মিনিটেই আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যায় সিটি। ম্যাচজুড়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নদের পাত্তায় দেয়নি তারা।
২৭তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বসেন ফ্লুমিনেন্স ডিফেন্ডার নিনো। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় ইংলিশ চ্যাম্পিয়নরা। ৭২তম মিনিটে ফিল ফোডেনের গোলের পর আরও শেষ দিকে আরও একটি গোল করেন আলভারেস।
২৩ বছর বয়সেই যেন পরিপূর্ণ আলভারেস। ২০২২ বিশ্বকাপ আসরে প্রথমবারে খেলতে এসেই জেতে শিরোপা। এরপর ক্লাবের হয়ে চলমান বছরে জিতেছেন পাঁচটি শিরোপা।
অন্যদিকে, কোচ হিসেবে সর্বোচ্চ চারবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল গুয়ার্দিওলা। একইসঙ্গে সিটির হয়ে জিতলেন সম্ভাব্য স্পন শিরোপা।