ওয়েস্ট হ্যামের মাঠেও হারল ইউনাইটেড 

ওয়েস্ট হ্যামের মাঠেও হারল ইউনাইটেড 

হারের বৃত্তেই যেন ঘুরপাক খাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে রেড ডেভিলরা। এবং টানা তিন ম্যাচ ধরে রইল জয়শূন্য। ব্যর্থতার গল্প জারি রেখে এবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হারল এরিক টন হাগের দল।

শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে প্রথমার্ধে তেমন আক্রমণে যেতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণে ফিরতে থাকে দুই দল। ৭২তম মিনিটে ইউনাইটেড গোলরক্ষক ওনানার ভুলে এগিয়ে যায় স্বাগতিকরা। লুকাস পাকেতার বাড়িয়ে দেওয়া বল জালে জড়ান জ্যারড বোয়েন। 

মিনিট পাঁচেক বাদেই মোহাম্মেদ কুদুসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ওয়েস্ট হ্যাম। ম্যাচের দুই-তৃতীয়াংশ বল ছিল ইউনাইটেডের কাছে। তবুও প্রতিপক্ষের চেয়ে কম শট নিয়েছে তারা। শেষ পর্যন্ত আর কোনো বাঁধা তৈরি করতে না পারলে ২-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়েন ব্রুনো-আন্তনিওরা। 

এই হারে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে এখন ছয়ে ওয়েস্ট হ্যাম।

সম্পর্কিত খবর