অ্যানফিল্ডে ড্র করেও শীর্ষে আর্সেনাল
এই ম্যাচে আগে পয়েন্ট তালিকার অবস্থা ছিল ঠিক এমন, ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল এবং সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝমাঝি অবস্থানে এসে শীর্ষে উঠার লড়াইয়ে মেতেছে এই দুই ইংলিশ জায়ান্ট। সেখানে মৌসুমে নিজেদের ১৮তম ম্যাচে দুই দলের জয়ের সমীকরণ ছাপিয়ে ম্যাচ হলো ১-১ ড্র।
১১ বছরের খরা এখনো কাটল না গানারদের। ২০১২ সালের পর এখন পর্যন্ত ১১ লিগ ম্যাচে লিভারপুলের মাঠে জয়ের দেখা পেল না মিকেল আর্তেতার দল।
শনিবার অ্যানফিল্ডে শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। চতুর্থ মিনিটে মার্তিন ওদেগার্দের ফ্রি-কিক থেকে দারুণ হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল।
২৯তম মিনিটে সমতায় ফেরেন স্বাগতিকরা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের থ্রু পাস থেকে দারুণ এক গোল করেন ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এতে লিগের ১৮ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ১২। শীর্ষে আছেন আর্লিং হলান্ড, ১৪ গোল নিয়ে।
ম্যাচের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণের একাধিক চিত্র মিললেও গোলের দেখা পায়নি কোনো দল।
ড্রয়ে ম্যাচ শেষে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট আর্সেনালের। দ্বিতীয় স্থান ধরে রাখা লিভারপুলের পয়েন্ট ৩৯। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাস্টন ভিলা।