ঘরের মাঠে হেরে শীর্ষে উঠা হলো না আর্সেনালের 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:২৫ পিএম | ২৯ ডিসেম্বর, ২০২৩

 

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রায় অর্ধেক মৌসুম শেষ। প্রায় প্রতিটা দল ইতিমধ্যে খেলে ফেলেছে ১৯টি করে ম্যাচ। এমন অবস্থায় পয়েন্ট টেবিলে বিরাজ করছে উত্তেজনামুখর অবস্থা। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল এবং ৩৬ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। অর্থাৎ, কেবল ৬ পয়েন্টের ব্যবধানেই রয়েছে শীর্ষ পাঁচ দল। এতে মৌসুমে বাকি অর্ধেকে শিরোপা জয়ের দৌড়ে আসেতে পারে একাধিক মোড়। 

টটেনহাম, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল। মৌসুমের শুরু থেকে শীর্ষে ধরে রেখে আসছিল এদের কেউ। তবে এক একে শীর্ষস্থান থেকে ছিটকে গেল এই তিন দল। এর মধ্যে সবশেষ শীর্ষে উঠার সুযোগ হারাল গানাররা। তাও আবার ঘরের মাঠেই। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। এতে শেষ চার ম্যাচে একটি ড্র ও দুটি হারের মুখ দেখল মিকেল আর্তেতার দল। 

বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়ে কেবল ২৫ শতাংশ বল ছিল ওয়েস্ট হ্যামের দখলে। এতেই স্বাগতিকদের হতশায় ডুবালো দলটি। লক্ষ্যে কেবল ৩টি শট নিয়েই দুটি গোল করে ওয়েস্ট হ্যাম। ত্রয়োদশ মিনিটে তমাসের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন কনস্তানদিনোস মাভ্রোপানোস।

এদিকে সুযোগ মিসের যেন পসরা সাজাল স্বাগতিকরা। ৭৫ শতাংশ বল দখলে রেখে গানাররা নেয় ৩০টি শট। তবে লক্ষ্য ছিল আটটি, তবে জালের দেখা পায়নি একতিতেও। 

এই হারে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকলো আর্সেনাল। 

খেলার দুনিয়া | ফলো করুন :