যোগ করা সময়ে গুন্দোয়ানের গোলে বার্সার কষ্টের জয় 

যোগ করা সময়ে গুন্দোয়ানের গোলে বার্সার কষ্টের জয় 

 

২০২৩ সালের শেষটা হার দিয়েই উদযাপন করেছিল বার্সেলোনা। প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার সঙ্গে হেরেছিল ৩-২ ব্যবধানে। তবে ২০২৪ এর শুরুতেই জয়ের ধারায় ফিরল শাভি এর্নান্দেসের দল। যদিও ম্যাচজুড়ে ছন্দ ফিরে পেতেই মূলত খেলতে হয়েছে তোরেস-লেভানডভস্কিদের। শেষে ম্যাচের যোগ করা সময়ে ইলকায় গুন্দোয়ানের গোলে স্প্যানিশ লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। 

বৃহস্পতিবার রাতে লাল পালমাসের মাঠে শুরু থেকেই দেখা মিলে ছন্দহীন বার্সার। তাতে যোগ দেয় চোট। এতে একাদশ মিনিট মাঠ ছাড়তে বাধ্য হন জোয়াও কানসেলো। তার পরের মিনিটেই গোল খেলে বসে বার্সা। স্বাগতিকদের হয়ে সেই গোলটি করেন মুনির এল হাদ্দাদি। সেখানেই ঘটে ছন্দের আরও পতন। এবং তা খুঁজে পাওয়ার আগেই শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে এসে মেলে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা। ৫৫তম মিনিটে রবের্তোর বাড়িয়ে দেওয়া বল থেকে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেস। এতে সমতায় আসে বর্তমান চ্যাম্পিয়নরা। পরবর্তীতে তোরেসের বদলি হিসেবে নেমে লা লিগায় অভিষেক হয় ভিতর খকের। সেখানেই পেতে পারতেন গোলের দেখা। তবে শেষ দিকে তার নেওয়া দারুণ এক শট খুঁজে নিতে পারেনি লক্ষ্য। 

১-১ ড্রয়েই শেষ দেখছিল সবাই। তবে যোগ করা সময়ে ম্যাচ মোড় নেয় নাটকীয়তায়। ৯০+১ মিনিটে জার্মান মিডফিল্ডার গুন্দোয়ানকে ডি-বক্সে ধাক্কা মেরে লাল কার্ড দেখেন পালমাস ডিফেন্ডার সিঙ্কগ্রাভেন। সেখানে পেনাল্টি কিকে কোনো ভুল করেননি গুন্দোয়ান। এবং নিশ্চিত হয় জয়। 

এই জয়ে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার তিনেই থাকল বার্সা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

সম্পর্কিত খবর