চতুর্থ সারির বার্বাস্ত্রোর বিপক্ষে বার্সার কষ্টের জয় 

চতুর্থ সারির বার্বাস্ত্রোর বিপক্ষে বার্সার কষ্টের জয় 

স্পেন ক্লাব ফুটবলের চতুর্থ সারির দল আরানদিনা। গত শনিবার তাদের বিপক্ষে জিততে যেন ঘাম ঝরে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। দলটিকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোতে পোঁছায় কার্লো আনচেলত্তির দল। এবার পালা বার্সেলোনার। তাদের আরও খানিকটা ভুগিয়েছে চতুর্থ সারির আরেক দল বার্বাস্ত্রো। সবশেষ দুই মৌসুমেও পঞ্চম স্তরে খেলেছে দলটি। এবার উঠে এসেছে চতুর্থ স্তরে। তাদের হারিয়ে শেষ ষোলোতে পৌঁছাতে পূর্ণ শক্তির দল নিয়েও যেন হাপিয়ে উঠেছিল বার্সেলোনা। 

রোববার রাতে কোপা দেল রের শেষ-৩২ এর রোমাঞ্চকর সেই ম্যাচে বার্বাস্ত্রোকে ৩-২ গোলে হারিয়েছে শাভি এর্নান্দেসের দল।  

প্রতিপক্ষের মাঠে শুরুর দিক থেকে আক্রমণ চালিয়ে গোলের সুচনায় খুব একটা দেরি করেনি বার্সেলোনা। ১৮তম মিনিটে ডি-বক্সের ভেতরে বাঁ পায়ের দারুণ এক শট লক্ষ্যে পাথিয়ে দলকে এগিয়ে নেন ফেরমিন লোপেস। বার্সার দ্বিতীয় সারির দল থেকে উঠে আসা ২০ বছর বয়সী এই স্প্যানিশ তরুণ পেলেন কোপা দেল রেতে নিজের প্রথম গোলের দেখা। 

এরপর আক্রমণাত্মক বার্সাকে বেশ ভালোভাবেই প্রতিহত করে রাখে স্বাগতিকরা। দলটি প্রথমার্ধে আর কোনো গোল হতে না দিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে। ৫১তম মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া।

তবে মিনিট আটেক পরেই চমক দেখায় বার্বাস্ত্রো। আদ্রিয়া দে মেসার দলে ব্যবধান কমায় স্বাগতিক দল। সেই ২-১ ব্যবধানেই ম্যাচ গড়াচ্ছিল শেষের দিকে। তবে রোমাঞ্চের শুরু সেখানেই। ৫ মিনিটের ব্যবধানে দুই দল পায় দুটি পেনাল্টি। ৮৮তম মিনিটে বদলি হিসেবে নেমে সফল স্পট কিকে দলের তৃতীয় গোলটি করেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। এরপর যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে বার্বাস্ত্রোও করেনি কোনো ভুল। ব্যবধানে কমিয়ে ৩-২ এ এনে শেষ পর্যন্ত স্কোরলাইন এটাই রেখে মাঠ ছেড়েছে দুই দল। 

সম্পর্কিত খবর