এমপি হয়েই মিরপুরে অনুশীলনে হাজির সাকিব
গত রাতেই নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত ছিলেন মাগুরায়। কিন্তু ১৬ ঘণ্টা না পেরোতেই মিরপুরের ইনডোরে প্র্যাকটিসে সাকিব আল হাসান। যেটা অবাক করেছে সবাইকে। ক্রিকেটের প্রতি এমন ডেডিকেশনই সাকিবকে বানিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার। বসিয়েছে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনের আসনে।
১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। বাকী আর মাত্র ১১ দিন। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকায় ক্রিকেটীয় প্রস্তুতি সারতে পারেননি। তাইতো নির্বাচন শেষে একটা দিনও নষ্ট করতে চাননি সাকিব। সোমবার দীক্ষা নিতে এসেছেন ছোটবেলার ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের।
আগে থেকেই অপেক্ষা করছিলেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর সেখানে আসেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, হাজির হন বিসিবির ডাক্তার চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা সানি। একই সময়ে হাজির ট্রেনারও। অর্থাৎ বড়সড় কিছু একটা হতে যাচ্ছে। পাঁচ মিনিটের মধ্যেই সব রহস্যের জট খুললো। ইনডোরে এলেন সাকিব আল হাসান। গাড়ি থেকে নেমে ব্যাট হাতে ঢুকলেন ইনডোরে।
এর আগে নির্বাচনী ব্যস্ততার মাঝেও মাগুরা জেলা স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং করেছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক। এবার শুরু করলেন স্কিল ট্রেনিং।