ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিন কোচ

ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিন কোচ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন দেশটির অলিম্পিক ফুটবল দলের সাবেক কোচ হানি আল-মাসদার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

আল-মাগাজি এবং গাজা স্পোর্টস ক্লাবের হয়ে দীর্ঘদিন মিডফিল্ড সামলিয়ে ছিলেন মাসদার। এরপর ২০১৮ সালে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দেশটির অলিম্পিক দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ৪২ বছর বয়সী এই কোচ। পরে অবশ্য কোচের পদ ছাড়তে হয়েছিল তাকে।

মাসদারের মৃত্যুসহ ইসরায়েলি হামলার শিকার হয়ে এ নিয়ে দেশটিতে মোট ২৪ জন প্রশাসক, ৬৭ জন প্রযুক্তিগত স্টাফ ও ফুটবল খেলোয়াড় সহ সবমিলিয়ে মোট ৮৮ জন নারী ও পুরুষ ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে ফিলিস্তিনের। যেখানে অষ্টমবারের মতো নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে চায় দেশটি। সে লক্ষ্যে দেশটির দুই তীরন্দাজ আহমেদ-আল-জাহার এবং ওয়াসিম নায়েফ প্রস্তুতি নিচ্ছেন।

সম্পর্কিত খবর